That is why galaxies are moving around!



গ‍্যালাক্সীগুলি ঘুরছে কেন!

মহাকাশ বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগে, কুন্ডলী পাকানো গ‍্যালাক্সীগুলো ঘুরছে কেন, কিসের বলে তারা ঘুরছে! ওদের কেন্দ্রীয় শক্তি-ই কি এই ঘুর্ণনের মূল কারণ! ওদের কেন্দ্রে কি এমন আছে, যার বলে ওরা এইভাবে ঘুরছে!

আমার ধারণা:
কুন্ডলিত গ‍্যালাক্সীগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যাবে, অনেকটা ঘুরন্ত চরকী আতসবাজির মতোই তাদের গঠন ও কার্যকলাপ। চরকীবাজির মতোই গ‍্যালাক্সীগুলোর প্রান্তিক অংশ হতে শক্তি ও গ‍্যাসিও পদার্থের বিক্ষেপন থেকেই তাদের ঘুর্ণন ক্রিয়া সংঘটিত হচ্ছে বলে আমার মনে হয়।

গ‍্যালাক্সীর বাইরের দিকে লেজের মতো একাধিক অংশ রয়েছে। আর সেই লেজের মতো অংশগুলির অগ্রভাগ থেকে--- তীব্র বেগে রকেটের মতো নিক্ষিপ্ত হচ্ছে অগ্নি সদৃশ্য জ্বলন্ত গ‍্যাসিও পদার্থ। যার প্রতিক্রিয়ায় সে ঘুরে চলছে।

আমার দ্বিতীয় আইডিয়া:
সাধারণভাবে, কোন বিস্ফোরণ থেকে ছিটকে বেরিয়ে যাওয়া (বলের মতো) গোল অথবা চাকতির মতো (উপযুক্ত আকার ও ভর যুক্ত) বস্তুগুলো ঘুরতে থাকবে। বিস্ফোরণ থেকে লব্ধ গতিবেগের জন‍্যেই তারা বিস্ফোরণ কেন্দ্র থেকে ক্রমশ দূরে সরে যাবে এবং ঘুরতে থাকবে। এই কারণেই গ‍্যালাক্সীসহ মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র প্রভৃতি ঘুরে চলছে।

আমার এই আইডিয়াটি কতটা গ্রহণযোগ্য বলে আপনার মনেহচ্ছে, অনুগ্রহকরে জানান।

That is why galaxies are moving around!

Space scientists raise questions,
Why the spiral galaxies are rotating, by what power galaxies spinning around!?

Is their any central force the main cause of this rotation? What is the object in their center, which means they are rotating like this?

My first idea:
If you look at the spiral galaxies a bit better, much like the rotating sparkling fireworks, their structure and activity.

Like spinning wheel fireworks, it seems to me that the rotation of the spiral galaxies is caused by the throwing of energy and gaseous matter from the tail like part of the galaxies.

The outer side or edge of the spiral galaxies have multiple segments like the tail. And from the nozzle of those tail-like parts,
fire-like gaseous matter is being thrown at a sharp speed like a rocket. In reaction to which the galaxies are moving.

My second idea:
Generally, any rounded (like a ball) or disc like objects (with appropriate size and mass) that escaped from an explosion will rotate.

They will gradually move away from the explosion center gaining momentum from the explosion,
and will revolve around its center.
That's why all the planets in the universe, including the galaxies, are rotating.

Do you think this idea is acceptable? Please let me know your thoughts.

Comments

Popular posts from this blog

A highly effective way to prevent and defeat coronavirus has been discovered!

মহর্ষি মহামানস-এর আধুনিক সৃষ্টিতত্ত্ব

ধর্ষণ : এক জ্বলন্ত সমস্যা এবং তার সমাধান