That is why galaxies are moving around!
গ্যালাক্সীগুলি ঘুরছে কেন! মহাকাশ বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগে, কুন্ডলী পাকানো গ্যালাক্সীগুলো ঘুরছে কেন, কিসের বলে তারা ঘুরছে! ওদের কেন্দ্রীয় শক্তি-ই কি এই ঘুর্ণনের মূল কারণ! ওদের কেন্দ্রে কি এমন আছে, যার বলে ওরা এইভাবে ঘুরছে! আমার ধারণা: কুন্ডলিত গ্যালাক্সীগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যাবে, অনেকটা ঘুরন্ত চরকী আতসবাজির মতোই তাদের গঠন ও কার্যকলাপ। চরকীবাজির মতোই গ্যালাক্সীগুলোর প্রান্তিক অংশ হতে শক্তি ও গ্যাসিও পদার্থের বিক্ষেপন থেকেই তাদের ঘুর্ণন ক্রিয়া সংঘটিত হচ্ছে বলে আমার মনে হয়। গ্যালাক্সীর বাইরের দিকে লেজের মতো একাধিক অংশ রয়েছে। আর সেই লেজের মতো অংশগুলির অগ্রভাগ থেকে--- তীব্র বেগে রকেটের মতো নিক্ষিপ্ত হচ্ছে অগ্নি সদৃশ্য জ্বলন্ত গ্যাসিও পদার্থ। যার প্রতিক্রিয়ায় সে ঘুরে চলছে। আমার দ্বিতীয় আইডিয়া: সাধারণভাবে, কোন বিস্ফোরণ থেকে ছিটকে বেরিয়ে যাওয়া (বলের মতো) গোল অথবা চাকতির মতো (উপযুক্ত আকার ও ভর যুক্ত) বস্তুগুলো ঘুরতে থাকবে। বিস্ফোরণ থেকে লব্ধ গতিবেগের জন্যেই তারা বিস্ফোরণ কেন্দ্র থেকে ক্রমশ দূরে সরে যাবে এবং ঘুরতে থাকবে। এই কারণেই গ্যালাক্সীসহ মহাব...