Posts

সময় ও মহাকাশ (নতুন তত্ত্ব)

Image
আমার সময় ও মহাকাশ তত্ত্ব (My theory of Space and Time)  ~মহর্ষি মহামানস সমগ্র বিশ্বজুড়ে--- একটি বুদবুদ (Bubble)-এর মতো বহুমাত্রিক (Multidimensional), আপাতদৃষ্টিতে অবাধ অথবা প্রায় অবাধ শূন্যস্থান অস্তিত্বকে মহাকাশ বলা হয়ে থাকে। মহাবিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার সাথে সাথেই আমাদের এই মহাকাশ (Space) অস্তিত্ব সৃষ্টি হয়েছে। এবং মহাবিশ্বের সাথে সাথে ক্রমশই এই মহাকাশ প্রসারিত হয়ে চলেছে। এই মহাকাশ আসলে একপ্রকার অদৃশ্য অননুভূত--- বিশেষ কম্পাঙ্কের কণা দিয়ে গঠিত এক বিশেষ অস্তিত্ব। কোষবিভাজন প্রক্রিয়ার মতো এই কণাগুলি প্রয়োজনে চক্রবৃদ্ধিহারে নিজেদের বৃদ্ধি ঘটিয়ে থাকে। বিজ্ঞান এখনো তাকে আবিষ্কার করতে সক্ষম হয়নি। সাধারণভাবে, এই মহাকাশ আমাদের কাছে অদৃশ্য অননুভব‍্য এক অস্থিত্ব বিহীন অস্তিত্ব। তাই একে মহাশূন্য বলা হয়ে থাকে। তাইবলে, এই মহাকাশ পরম শূন্য নয়। পরমশূন্য রয়েছে মহাবিশ্বের বাইরে যে বহু মহাবিশ্বের সম্মিলিতরূপ মহাসৃষ্টি অবস্থান করছে, তার বাইরে। আদিসত্তার বাইরে। আমাদের এই মহাকাশ মোটেও শূন্য নয়। সে তার নিজস্ব অস্তিত্ব ছাড়াও, নানারূপ মহাজাগতিক রশ্মি...

নতুন মহাকাশ তত্ত্ব

Image
আমার মহাকাশ তত্ত্ব ~মহর্ষি মহামানস একটি বুদবুদ (Bubble)-এর মতো বহুমাত্রিক (Multidimensional) অবাধ বা প্রায় অবাধ, আপাতদৃষ্টিতে শূন্য পরিসর বা ফাঁকা স্থান অস্তিত্বকে মহাকাশ বলা হয়ে থাকে। মহাবিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার সাথে সাথেই আমাদের এই মহাকাশ (Space) অস্তিত্ব সৃষ্টি হয়েছে। এবং মহাবিশ্বের সাথে সাথে ক্রমশই এই মহাকাশ প্রসারিত হয়ে চলেছে। এই মহাকাশ আসলে একপ্রকার অদৃশ্য অননুভূত--- বিশেষ কম্পাঙ্কের কণা দিয়ে গঠিত এক বিশেষ অস্তিত্ব। 'স্টেমসেল'-এর মতো এই কণাগুলি প্রয়োজনে চক্রবৃদ্ধিহারে নিজেদের বৃদ্ধি ঘটিয়ে থাকে। বিজ্ঞান এখনো তাকে আবিষ্কার করতে সক্ষম হয়নি। সাধারণভাবে, এই মহাকাশ আমাদের কাছে অদৃশ্য অননুভব‍্য এক অস্থিত্ব বিহীন অস্তিত্ব। তাই একে মহাশূন্য বলা হয়ে থাকে। তাইবলে, এই মহাকাশ পরম শূন্য নয়। পরমশূন্য রয়েছে মহাবিশ্বের বাইরে। যার মধ্যে মহাসৃষ্টি তথা মহাবিশ্ব অবস্থান করছে। আমাদের এই মহাকাশ মোটেও শূন্য নয়। সে তার নিজস্ব অস্তিত্ব ছাড়াও, নানারূপ মহাজাগতিক রশ্মি-- শক্তি, কণা এবং বিকিরণে ভরে আছে। সেইসব শক্তি ও কণাদের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া, আকর্ষণ-বি...

Some small Blogs

Image
The Evidence of God-intelligence, and Blooming of Consciousness of God! The trick of increasing creature’s race– compelling to sexual union by allurement of sexual enjoyment and sexual urging, –is indicative of intelligence of God or The Universe-System. And it is also an evidence of presence of God mind or The Universe-Mind! Moreover, it will be seen after minute observation, gradually to make us (from scanty-conscious human beings) more and more knowledgeable and conscious, God or the Universe System had created many nice tricks! Besides that, gradually higher to higher creation of creatures– during billions years– little by little, is the evidence of gradual blooming of consciousness with increasing of knowledge and experience of God or the universe-mind. In this context I would like to say, the universe Existence is the real God, and there is a Universe-Mind in this body, that is God-mind! I think the great universe is the body of God, there is also ...

वास्तव में 'भाग्य' क्या है (विज्ञान के दृष्टिकोण से)

Image
भाग्य : विज्ञान के दृष्टिकोण से (भाग्य का वैज्ञानिक व्याख्या) ~महर्षि महामानस भाग्य~ महा विस्फोट के माध्यम से महाविश्व-सृष्टि शुरू होने के साथ साथ स्वयंसृष्ट स्वयंक्रिय एक जागतिक व्यवस्था है। इस व्यवस्था में, यह विस्फोट के क्षण में ही स्वचालित रूप से निर्धारित हो जाता है --- परंपरागत घटनाक्रम में, कब --- कहाँ --- क्या -क्या होगा। इसका नाम है 'भाग्य'। यहां जो कुछ हो रहा है, भाग्य सबकुछ के मूल है, भाग्य हर चीज के लिए जिम्मेदार है। और यह भाग्य पूर्वनिर्धारित और अपरिवर्तनीय है। हालांकि, प्रभावी होने के लिए भाग्य को कई कार्य-कारणों के आधार पर, तर्क के मार्ग पर ही आगे बढ़ना पडता है। भाग्य के कारण, हम में से कोई खुश हैं --- कोई दुखी हैं, कोई सफल हैं --- कोई असफल हैं। लेकिन इस भाग्य के पीछे कोई नियति या नियंत्रक सत्ता नहीं है। वास्तव में, भाग्य~ एक घटना के माध्यम से उत्पन्न या स्वयं-सृष्ट एक कार्य प्रणाली है, जो स्थान-काल-पात्र, पर्यावरण-परिस्थिति के आधार पर, पारम्परिक घटनाओं के क्रिया-प्रतिक्रिया और कार्य-कारण के माध्यम से प्रभावी होकर भविष्य की अनिवार्य घटना या...

সময় আমার সময়

Image
।। সময় আমার সময় ।। (১ম পর্ব) ~মহর্ষি মহামানস (সুমেরু রায়) মন যেমন মস্তিষ্কের ক্রিয়া হতে উৎপন্ন একটি অস্তিত্ব, তেমনই সময়ও--- যে কোন রূপ ক্রিয়া হতে উৎপন্ন এক বিশেষ অস্তিত্ব। দৃশ‍্যতঃ অস্তিত্বহীন এক অস্তিত্ব।  ক্রিয়া থাকলেই তা' থেকে সময় সৃষ্টি হবে, --- সেই ক্রিয়ার নিজস্ব সময়। আর ক্রিয়া যদি নিয়ম-শৃংখলার মধ্য দিয়ে নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট পথে চক্রাকারে--- অবিরামভাবে পুনঃপুনঃ সংঘটিত হয়ে চলে,  তখনই সৃষ্টি হয় বোধযোগ্য এবং পরিমাপযোগ্য সময়। এই রূপ সময়ের ভিত্তিতে অপরাপর বস্তু--- ব্যক্তি প্রভৃতির ক্রিয়াকাল এবং জীবৎকাল পরিমাপ করা যায়। সংক্ষেপে, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া অথবা ঐরূপ চক্রাকারে (লুপ) ঘটে চলা কোনো ক্রিয়ার বিভিন্ন ভাগ বা অংশ বা পর্ব গুলিকে অথবা সমগ্র অংশকে বোঝার ও বোঝানোর সুবিধার্থে ক্রিয়াকাল রূপে একটি অস্তিত্বের কল্পনা করে, তাকে 'সময়' নামে অভিহিত করা হয়েছে। কোন কিছুর জীবৎকাল বা আয়ুষ্কাল অথবা বয়স বলতে, সাধারণভাবে--- তার জন্ম থেকে মৃত্যু বা সৃষ্টি থেকে লয়, অথবা আয়ুষ্কালের একটি নির্দিষ্ট অংশ পর্যন্ত, পৃথিবীর (নিয়মিত গতিরূপ ক্রিয়া থে...

The scientific way to alleviate global poverty

Image
The scientific way to alleviate global poverty 'MahaManan' self-development education is the scientific way to allheviate global poverty Lack of sufficient knowledge and consciousness is the root cause of poverty. By giving all kinds of facilities, and necessary help, to a poor man with a little knowledge and a little consciousness, maybe his/ her temporary poverty relief, but for a long time he will not be able to escape poverty. If a rich man who has a lot of wealth, either hereditarily or otherwise, has a shortage of knowledge and consciousness, soon he could lose all his wealth and become poor, unless he accepts the advice of a wise person. However, it is important to have some knowledge in order to perform the tasks of the wise person. One needs to have sufficient knowledge and consciousness to constantly make money and resources and protect them. It is not that when economic development or economic freedom is achieved, human development also wil...