প্রসঙ্গ : মা-বাবা ও সন্তান এবং তাদের কর্তব্য
প্রসঙ্গ : মা-বাবা ও সন্তান এবং তাদের কর্তব্য ~মহর্ষি মহামানস সন্তান বড় হয়ে মা-বাবার দায়িত্ব নেবে, মানুষের সমাজে এই ব্যবস্থা বহুকাল ধরে চলে আসছে। অন্যান্য জীবের মধ্যে এইরূপ দেখা যায়না। মানুষ তার জ্ঞান-বুদ্ধির দ্বারা ভবিষ্যতকে সুরক্ষিত~ সমস্যা মুক্ত করতেই এই ব্যবস্থার প্রচলন ঘটিয়েছে। আর এই ব্যবস্থাকে পাকাপোক্ত ক'রে তুলতে, মা-বাবাকেও সন্তানের প্রতি বিশেষ কিছু দায়িত্ব পালন করতে হয়। সন্তানকে সুস্থ, শিক্ষিত, সাবলম্বী ক'রে তোলাসহ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে হয়, এবং সর্বোপরি সন্তানকে যথেষ্ট বিকশিত মনের মানুষ ক'রে তোলার দায়িত্ব নিতে হয় বাবা-মাকে। সন্তানও একসময় মা-বাবা হবে, তখন তারাও এই ব্যবস্থার সুফল পেতে পারবে। এছাড়াও আরেকটি ব্যবস্থা আছে, তা' হলো, ভবিষ্যতে মা-বাবার অর্থ-সম্পদ লাভ করতে পারবে তাদের সন্তান। এখন সমস্যা হলো, অনেক সন্তান তাদের বৃদ্ধ মা-বাবার প্রতি এই দায়িত্ব পালন করছে না। বহু ক্ষেত্রেই সমাজের এই ব্যবস্থা কার্যকর হচ্ছে না! কেন এর কারণটা কী! বিষয়টিকে ভালভাবে বুঝতে, সমস্যার মূলে পৌঁছাতে হলে, আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে। অধিকাংশ মানুষ সন্তানের জন্...