তুমি ও ঈশ্বর
তুমি ও ঈশ্বর
তোমার মস্তিষ্ককে বহুগুণ~ আরও বহুগুণ বড় করে কল্পনা করো, দেখবে সেটি মহাবিশ্বের মতোই দেখাবে। তোমার এই মস্তিষ্কের মধ্যে যেমন 'মন' সফটওয়্যার রূপে একটি চেতন সত্তা রয়েছে, মহাবিশ্বের মধ্যেও তেমনই একটি মন আছে। সে-ই হলো বিশ্ব-মন বা ঈশ্বর-মন। এই মহাবিশ্বই হলো আমাদের স্রষ্টা বা ঈশ্বর।
এর বাইরে স্রষ্টা বা ঈশ্বর বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। ঈশ্বর তার বিশ্বরূপ শরীর ও তার মন উপাদান থেকেই জীব তথা মানুষ সৃষ্টি করেছে।
ঈশ্বর কৃত আমাদের এই মন-সফটওয়্যার এবং তারমধ্যে তৎকর্তৃক অন্তর্গ্রথিত করে দেওয়া প্রোগ্রামিং অনুযায়ী আমরা যাবতীয় কাজ করে থাকি। ঈশ্বর যদি চাইতো, আমরা নির্দিষ্ট নিয়ম মেনে তার উপাসনা করি, এবং যদি সে আমাদেরকে কোনো নির্দিষ্ট ধর্মের পথে পরিচালিত করতে চাইতো, সেক্ষেত্রে স্বভাবতই সেইরূপ প্রোগ্রাম সে আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিতো। তার জন্য আলাদা করে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারের শাস্ত্র রচনা করার প্রয়োজন হতোনা তার। আসলে এসবই ধর্ম ব্যবসায়ীদের কারসাজি।
~মহর্ষি মহামানস
Imagine enlarging your brain many times ~ many times more, and it will look like the universe.
Just as there is a conscious entity in your brain in the form of 'Mind' software, there is also a Mind inside the universe. That is the cosmic-Mind or God-Mind. In fact, this universe is our Creator or God.
There is no such thing as a Creator or God outside of the universe-existence. God has created living beings and human beings from the components of its cosmic body and mind.
We do everything according to our God-made Mind-software and the programming that is embedded in it.
If God wanted us to worship it according to certain rules, and if God wanted to lead us to a certain religion, then naturally God would include such programs in us.
For that God did not need to compose different scriptures in different places. In fact, all these are the conspiracy of religious businessmen.
~Maharshi MahaManas
Comments
Post a Comment