Posts

Showing posts from May, 2022

তুমি ও ঈশ্বর

Image
 তুমি ও ঈশ্বর  তোমার মস্তিষ্ককে বহুগুণ~ আরও বহুগুণ বড় করে কল্পনা করো, দেখবে সেটি মহাবিশ্বের মতোই দেখাবে। তোমার এই মস্তিষ্কের মধ্যে যেমন 'মন' সফটওয়্যার রূপে একটি চেতন সত্তা রয়েছে, মহাবিশ্বের মধ‍্যেও তেমনই একটি মন আছে। সে-ই হলো বিশ্ব-মন বা ঈশ্বর-মন। এই মহাবিশ্বই হলো আমাদের স্রষ্টা বা ঈশ্বর।  এর বাইরে স্রষ্টা বা ঈশ্বর বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। ঈশ্বর তার বিশ্বরূপ শরীর ও তার মন উপাদান থেকেই জীব তথা মানুষ সৃষ্টি করেছে।  ঈশ্বর কৃত আমাদের এই মন-সফটওয়্যার এবং তারমধ্যে তৎকর্তৃক অন্তর্গ্রথিত করে দেওয়া প্রোগ্রামিং অনুযায়ী আমরা যাবতীয় কাজ করে থাকি। ঈশ্বর যদি চাইতো, আমরা নির্দিষ্ট নিয়ম মেনে তার উপাসনা করি, এবং যদি সে আমাদেরকে কোনো নির্দিষ্ট ধর্মের পথে পরিচালিত করতে চাইতো, সেক্ষেত্রে স্বভাবতই সেইরূপ প্রোগ্রাম সে আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিতো। তার জন্য আলাদা করে  বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারের শাস্ত্র রচনা করার প্রয়োজন হতোনা তার। আসলে এসবই ধর্ম ব‍্যবসায়ীদের কারসাজি।  ~মহর্ষি মহামানস Imagine enlarging your brain many times ~ many times more, and it will look like th...

সুখী হওয়ার মূল মন্ত্র ● মহর্ষি মহামানস

Image
 সুখী হওয়ার মূল মন্ত্র ● মহর্ষি মহামানস সুখী হয় আমাদের মন। মনের মধ্যে সুখের এক প্রকার ভাব-তরঙ্গ প্রবাহিত হতে থাকলে, আমরা সুখ বোধ করে থাকি।   এই সুখ বোধ করার পিছনে সাধারণত কোনো না কোনো বাস্তব কারণ থাকে। কাঙ্খিত কোনো কিছুর প্রাপ্তি অথবা কোনো অভাব পুরণের মাধ্যমে আমরা সুখী হই। এছাড়াও অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর বিয়োগের ফলেও সুখ বোধ হতে পারে। আবার অনেক সময় বাস্তব কারণ ছাড়াও কাল্পনিক কোনো বিষয়-বস্তুর মাধ্যমে অথবা আপাত দৃষ্টিতে কোনো কারণ ছাড়াও মনের মধ্যে সুখের ভাব তরঙ্গ প্রবাহিত হতে পারে।   তবে কোনো সুখই বেশিক্ষণ স্থায়ী হয়না। সুখের ভাব-তরঙ্গ অচিরেই উধাও হয়ে যায়।   বিপরীত দিক থেকে, দেখা যাবে, অনেকে স্বল্প কারণেই অথবা আপাত দৃষ্টিতে অকারণেই অসুখী বোধ করছেন। কারো কারো ক্ষেত্রে কাল্পনিক কারণেই তাদের মনের মধ্যে অসুখের ভাব-তরঙ্গ প্রবাহিত হয়ে চলেছে। মানসিক বা শারীরিক অসুস্থতার কারণে অনেকেই অসুখী হয়ে থাকেন। সেক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থতা লাভ করতে হবে। অসুখী ভাব কিন্তু সুখী ভাবের চাইতে অনেক বেশিক্ষণ স্থায়ী হয়ে থাকে। তবে কারণে, অকারণে বা স্বল্প কারণে অসন্তুষ্ট হওয়ার ফল...