Posts

একটি উৎকৃষ্ট নতুন চিকিৎসা পদ্ধতি যা মারাত্মক ভাইরাসকে পরাস্ত করতে সক্ষম হতে পারে!

Image
করনা ভাইরাসকে পরাজিত করতে আগ্রহী বিশ্বব্যাপী সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি আমার বিনীত আবেদন :   মাননীয় মহাশয় / মহাশয়া,    আমি গত ২০১২ সালে একটি উৎকৃষ্ট চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করি । বর্তমান চরম সঙ্কটকালে , সমস্ত বিশ্বব্যাপী   এই মারাত্মক অদৃশ্য শত্রুর হাত থেকে রেহাই পেতে , আমার এই চিকিৎসা পদ্ধতিটি কার্যকর হবে বলে আশা রাখি । অতএব , আমার এই চিকিৎসা পদ্ধতিটি পরীক্ষা করে দেখার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি ।      অদৃশ্য শত্রুকে জব্দ করতে হলে , আমাদের সূক্ষ্মাতিসূক্ষ্ম ওষুধের প্রয়োজন। এই ওষুধ শুধু আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে তুলবে , তাই নয় , প্রতিষেধক হিসেবেও সে কাজ করতে সক্ষম হবে ।      অতি সংক্ষেপে : এই পদ্ধতিতে ওষুধ তৈরী করতে , জীবাণু বা রোগবিষে আক্রান্ত কোষ , ( এক্ষেত্রে করোনা ভাইরাসের মতো যেকোনো ভাইরাসে আক্রান্ত কোষ ) সংগ্রহ করে , তার সঙ্গে অন্য বস্তুকণার মধ্যে বারবার সংঘর্ষ বা সংঘাত ঘটানো হয়। কতকটা হোমিওপ্যাথিক পদ্ধতিতে ওষুধ ...

মহর্ষি মহামানস-এর আধুনিক সৃষ্টিতত্ত্ব

Image
মহাবিশ্ব সৃষ্টিরহস্য উন্মোচন (মহর্ষি মহামানস-এর ‘মহাবাদ’ গ্রন্থ হতে গৃহীত আত্মধ্যান-লব্ধ মহাতত্ত্ব-জ্ঞান কান্ড— বিন্দুতে সিন্ধু দর্শন।) পরমশূন্য! আদি-অন্তবিহীন— নিরাকার প্রকৃত শূন্য! আমাদের জানা মহাশূন্য নয়—। মহাবিশ্ব বা ঐশ্বরীয় এলাকা ছাড়িয়ে— আদিসত্তার অঞ্চল (বা ব্রহ্মাঞ্চল) পেরিয়ে বিদ্যমান যে অনন্ত আকাশ— সেই পরম শূন্য। নিস্তব্ধ—নিস্তরঙ্গ—নির্বিকার— অস্তিত্বহীন এক অস্তিত্ব। শূন্যাস্তিত্ব! অপরিবর্তিত— অবিনাশী—অবিচল সেই শূন্যে— এখানের কোনো সচল বস্তু বা শক্তি প্রবেশ করতে অক্ষম। সেই পরম শূন্যের মাঝে, একটি নির্দিষ্ট সীমা নিয়ে আদিসত্তা— পরমাত্মার অবস্থান। সে এখন* লীলা অবসানে গভীর নিদ্রায় মগ্ন। সেই আদিসত্তার মধ্যেই জন্ম নিয়েছে মহাসৃষ্টি। বহুসংখ্যক মহাবিশ্ব নিয়ে এই মহাসৃষ্টি। তারমধ্যে একটি হলো আমাদের এই মহাবিশ্ব। আদিসত্তা— পরমাত্মা প্রধানত আদিকণা — পরমকণা — আদিশক্তি দিয়ে গঠিত। এছাড়াও তা' আদি বস্তুকণা, অসংখ্য যুগ্মকণা এবং বিকিরণে পরিপূর্ণ। পরমাত্মার অধিক অংশই পরমা্ণু— অতিপরমাণু, আদি শক্তিকণা ও তার বিপরীত কণা দিয়ে গঠিত অসংখ্য যুগ্মকণা এবং নানা বিকিরণে পূর্ণ। এদের সাথে মিলে...