অত্যাধিক যৌন উত্তেজনা ও উন্মাদনা মানবসমাজের এক জ্বলন্ত সমস্যা! ~মহর্ষি মহামানস

অত্যাধিক যৌন উত্তেজনা ও উন্মাদনা মানবসমাজের এক জ্বলন্ত সমস্যা!  ~মহর্ষি মহামানস




চতুর্দিকে একটু নজর দিলেই দেখা যাবে, অত্যাধিক যৌন উত্তেজনা ও উন্মাদনা, পরকীয়া, ব্যাভিচার, ধর্ষন এবং যৌন মনোবিকার জনিত অঘটন প্রভৃতির কারণে মানবসমাজ দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। যথেষ্ট জ্ঞান ও চেতনার অভাবে অখাদ্য-কুখাদ‍্য আহার, অনাচার বা যথেচ্ছাচার, উচ্ছৃঙ্খলতা, জীবাণু সংক্রমণ ও চর্মরোগ অবদমনের ফলে এগুলি ঘটছে। 

ধর্ষণ বা বলাৎকার মানব সমাজের এক জ্বলন্ত সমস্যা! চতুর্দিকে একেরপর এক কেনো এতো ধর্ষণ ও খুন হচ্ছে? কী এর সমাধান?

সমস্যার মূল কারণ ও সমাধানের পথ রয়েছে একালের নবীনতম উপনিষদ~ 'মহাবাদ' গ্রন্থে। 'মহাবাদ' হলো সঠিক মন-বিকাশমূলক শিক্ষার মধ্য দিয়ে প্রকৃত মানববিকাশ ও বিশ্বশান্তির একমাত্র পথ। 

চতুর্দিকে মানবকেন্দ্রিক যত সমস্যা~ যত অশান্তি, এ'সবের মূল কারণ হলো মানুষের জ্ঞান ও চেতনার দীনতা এবং শরীর ও মনের অসুস্থতা। আর এর একমাত্র সমাধান  হলো, দিকে দিকে 'মহাবাদ' নির্দেশিত মানবধর্ম ভিত্তিক 'মহাধর্ম' -এর পথ ধরে নিয়মিতভাবে 'মহামনন' নামে মনোবিকাশ শিক্ষাক্রমের অনুশীলন। এই আত্মবিকাশ বা মনোবিকাশের শিক্ষাক্রমের মধ্যেই রয়েছে সুস্থতা লাভের পথনির্দেশ।

অধিকাংশ ক্ষেত্রেই ধর্ষণ সংঘটিত হওয়ার পিছনে প্রধান কারণ হলো~ ধর্ষকামী (অজ্ঞান-অসুস্থ-বিকারগ্রস্ত) ব‍্যক্তির শরীর ও মনের মধ্যেকার নিয়ন্ত্রণ-অক্ষম তীব্র কামোত্তেজনা। 

প্রচলিত শিক্ষা~ আইন বা প্রশাসন ও চিকিৎসা ব‍্যবস্থা এই অস্বাভাবিক কামোত্তেজনাকে নিয়ন্ত্রণ বা দমন করতে সক্ষম হয়নি। একমাত্র উপযুক্ত চিকিৎসা সহ সঠিক মনোবিকাশের শিক্ষাই পারে এর প্রশমন বা নিরাময় ঘটিয়ে ব‍্যক্তিকে বিকাশ লাভের পথে এগিয়ে নিয়ে যেতে। 

অসুস্থ বা অস্বাভাবিক কামোত্তেজনা এর আপাত কারণ হলেও, এই অসুস্থতার পিছনে রয়েছে আরো অনেক সংঘটক। তাই শুধু কামোত্তেজনার চিকিৎসা করলেই হবেনা, এর পিছনে যেসব উৎপাদক বা সংঘটক বিষয়গুলো রয়েছে তাদের জন্যেও ব‍্যবস্থা গ্রহণ করতে হবে। নাহলে, সমস্যা থেকেই যাবে। 

'মানবধর্মই মহাধর্ম' নামে মনোবিকাশের বা আত্মবিকাশের শিক্ষাসহ বিশুদ্ধ আধ‍্যাত্মিকতার ভিত্তিতে ধ‍্যান-যোগ প্রশিক্ষণের মধ্য দিয়ে মানুষের মনোবিকাশ তথা প্রকৃত মানববিকাশ মূলক পাঠক্রমের প্রচলন ঘটাতে হবে সর্বত্র। তবেই হবে এর প্রকৃত সমাধান। 

এই আত্মবিকাশ বা মনোবিকাশের ক্লাসেই আমার সামনে অস্বাভাবিক যৌন উত্তেজনা ও ধর্ষণ বা বলাৎকার নিয়ে প্রশ্ন উঠে এসেছে।  অসুস্থ অস্বাভাবিক কামোত্তেজনা সৃষ্টির পিছনে দায়ী মূল কারণগুলো কি কি এবার দেখতে হবে আমাদের।

প্রথমেই যেটা উল্লেখযোগ্য তা হলো, বংশগত দোষ বা কারণ। পরবর্তীতে যেসমস্ত আচরণগত দোষ-ত্রুটিগুলো উল্লেখ করেছি, সেগুলোই পূর্বপুরুষদের ক্ষেত্রে ঘটে থাকলে, তার কুফল উত্তর পুরুষের মধ্যেও বংশানুক্রমে পরম্পরায় সংক্রামিত হবে, এবং সেই কুফল উত্তর পুরুষদেরও ভোগ করতে হবে। আমাদের অনেক অসুস্থতার পিছনেই রয়েছে পূর্বপুরুষদের অনাচার, দোষ-ত্রুটি, অপরাধ এবং তাদের অর্জিত রোগব্যাধি, অসুস্থতা।

অজ্ঞান বাবা-মা তাদের সন্তানদেরকে কিছু দিয়ে যেতে পারুক আর  নাই পারুক, বংশানুক্রমিক রোগ-ব‍্যাধি এবং কিছু কিছু আচরণগত ত্রুটি অবশ্যই দিয়ে থাকে। 

এবার বর্তমানে সংঘটিত দোষ-ত্রুটি, অপরাধ ও অসুস্থতা সম্পর্কে কিছু কথা বলি: অজ্ঞানতা, চেতনার স্বল্পতা, সুশিক্ষার অভাব, এবং অসুস্থতা ও অসুস্থ মানসিকতার ফলে দূষিত সংসর্গে এসে নানা কঠিন রোগে আক্রান্ত হয় মানুষ। যৌনাঙ্গে পরজীবী কীট, ছত্রাক বা জীবাণু সংক্রমণ জনিত প্রদাহ বা উপদাহ বা চুলকানির ফলে অতিরিক্ত যৌন উত্তেজনা সৃষ্টি হয়ে থাকে ।

গনোরিয়া, সিফিলিস এবং বিভিন্ন সংক্রমণ জনিত রোগ ও চর্মরোগের অপচিকিৎসা এবং তার ফলে সেইসব রোগ-ব‍্যাধির অবদমনের কুফল সুদূর প্রসারি হয়ে থাকে। অনুচিত-অস্বাস্থ্যকর খাদ্য ও পানীয় গ্রহণ, অনিয়ম, অনাচার, অত‍্যাচার, শরীর ও মনের দূষণ ঘটানো কর্ম। স্বাস্থ্যবিধি না মেনে চলা। অশুভকর ও অস্বাস্থ্যকর দ্রব্যের ব‍্যবহার। অস্বাস্থ্যকর পরিবেশে বাস করা। অজ্ঞানতা অন্ধত্বের কারণে এবং ধর্মীয় কুশিক্ষার প্রভাবে জীবন বিরোধী অস্বাভাবিক আচরণ বা কর্ম করা, অন্ধবিশ্বাসে নানারকম অকর্ম-কুকর্মে জড়িয়ে পড়া। এরসাথে রয়েছে অজ্ঞান-অশিক্ষিত ও অসুস্থ পারিবারিক ও সামাজিক পরিবেশ। এছাড়াও রয়েছে, অজ্ঞানতা জনিত মিথ্যা অহংকার ও ক্ষমতার দম্ভ। বিভিন্ন বিপনন সংস্থা কর্তৃক কামভাবকে উসকে দেওয়া বিজ্ঞাপন। পর্ণো সিনেমা। আর এই আগুনে ঘৃতাহুতি দেওয়ার জন্য রয়েছে রাজনৈতিক ও ধর্মীয় হিংসা-বিদ্বেষ উন্মাদনা।

দীর্ঘকাল ধরে বংশপরম্পরায় এইভাবে চলতে চলতে এখন প্রায় কেউই আর সুস্থ নেই। তারমধ্যে কারো কারো শরীর-মন অতিমাত্রায় অসুস্থ-বিকারগ্রস্ত। সেই কঠিন ও জটিল অসুস্থতার অন‍্যতম একটি লক্ষণ হলো অত‍্যাধিক অস্বাভাবিক কামোত্তেজনা এবং তার ফলস্বরূপ চারিদিকে ঘটে চলছে একের পর এক ধর্ষণ এবং যৌন মনোবিকার জনিত নানা অঘটন এবং ভয়াবহ নিষ্ঠুরতার ঘটনাবলী।

এই প্রসঙ্গে ধর্ষণ ছাড়াও আরেকটি বড় সমস্যার কথা বলতেই হয়, যা আজপর্যন্ত সরকার বা বুদ্ধিজীবী অথবা শিক্ষা বা চিকিৎসা ব‍্যবস্থা কেউই গুরুত্ব দিয়ে এর প্রতিকারে এগিয়ে আসেনি। অথচ এর জন্য মানবসমাজের প্রভূত ক্ষতি সাধন হয়ে চলেছে প্রতিদিন। অত‍্যাধিক কামোত্তেজনার ফলে বহু মানুষ হস্তমৈথুনের শিকার হয়ে পড়েছে। অতিরিক্ত বা অপরিমিত হস্তমৈথুনের ফলে মানুষের শরীর ও মনের সাংঘাতিক পরিমাণে ক্ষয়ক্ষতি ঘটে থাকে। মানসিক বিকার-বিকৃতি ঘটে থাকে। বিশেষত নতুন প্রজন্ম প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে এই অতি কামোত্তেজনার কারণে।

এর একমাত্র প্রতিকার হলো, যদি অধিকাংশ মানুষ তাদের অজ্ঞানতা-অন্ধত্ব মোচনের উদ্দেশ্যে, সজাগ-সচেতন~ সক্রিয়ভাবে দিকে দিকে মানবধর্ম~ 'মহাধর্ম' গ্রহণ ও অনুশীলনের মধ‍্য দিয়ে মনোবিকাশ বা আত্মবিকাশ লাভে উদ‍্যোগী হয়ে ওঠে, তবেই ক্রমশ এর প্রতিকার সম্ভব হবে। যুগসন্ধিকালের এই কঠিন পরিস্থিতিতে মানবধর্ম~ 'মহাধর্ম'-ই একমাত্র মুক্তির উপায়।

ধর্ষক ও সম্ভাব্য ধর্ষকদের জন্য আমাদের কাছে শিক্ষাসহ চিকিৎসা ব‍্যবস্থা আছে। তবে আমাদের 'মহামনন' মনোবিকাশ শিক্ষাক্রম শুধুমাত্র এদের জন্যেই শিক্ষা ও চিকিৎসা প্রদান করে না। প্রত‍্যেকটি ছেলে-মেয়ে, এবং তাদের মা-বাবাকেও এই শিক্ষা (এবং প্রয়োজনে চিকিৎসাও) গ্রহণ করতে হবে। তবেই সমাধান সম্ভব হবে। 

এখন প্রশ্ন হলো, সম্ভাব্য ধর্ষক কারা হতে পারে! ধর্ষকামীতা অনেক মানুষের মধ্যেই সুপ্তাবস্থায় থাকে। শুধু পুরুষের মধ্যেই নয়, নারীদের মধ্যেও থাকতে পারে। 

এখন, লক্ষ্য করতে হবে, যাদের মধ্যে কামোত্তেজনা খুব বেশি, অন্ধ-আবেগ, উত্তেজনা ও অপরাধ প্রবণতা রয়েছে এবং দুর্বলের উপর অত‍্যাচার করার প্রবণতা 
রয়েছে, লোভ-লালসা বেশি, অল্পতেই ক্রোধ-উত্তেজনা ও উন্মাদনা প্রকাশ পায়, নিষ্ঠুরতায় অথবা অপরের ক্ষতি করে আনন্দ পায়, ঝুটঝামেলা ও মারামারি খুনোখুনিতে জড়িয়ে পড়ে, সচেতন মনের যথেষ্ট বিকাশ না ঘটার ফলে যুক্তি-বিচারের ধার ধারে না যারা, যাদের মধ্যে রয়েছে মিথ্যা দম্ভ, পৌরুষের অহংকার, যেনতেন প্রকারে এমনকি অসৎ উপায়েও কার্যসিদ্ধি করতে অথবা কাঙ্ক্ষিত বস্তু লাভের চেষ্টা করে থাকে। মোটেও সদাচারী নয়~ অনাচারী ও মিথ‍্যাচারী। অসৎ ছেলে বা লোকেদের সঙ্গেই বেশি মেলামেশা করে, এবং নেশাদ্রব্যের প্রতি তীব্র আকর্ষণ বোধ ক'রে থাকে, নারী দর্শনে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে অক্ষম, সুযোগ পেলে এমন মানুষই সম্ভাব্য ধর্ষক হতে পারে। 

মা-বাবা এবং শিক্ষকদের কর্তব্য হলো, ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের আচরণের উপর সজাগ দৃষ্টি রাখা।। আচরণগত ত্রুটি বা অস্বাভাবিকতা নজরে এলেই, তার প্রতিকারে সচেষ্ট হওয়া। যদিও উপযুক্ত শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের বড়ই অভাব, এখন সেই অভাব দূরীকরণে সচেষ্ট হয়েছি আমরা। এই মানবধর্মই 'মহাধর্ম' নামে মানববিকাশ ও বিশ্বশান্তির যুগান্তকারী মহান বৈপ্লবিক কার্যক্রম ইতিমধ্যে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। একে স্বাগত জানাতে হবে আমাদের নিজেদের স্বার্থেই। এখনই শুরু করতে না পারলে, আগামী প্রজন্ম মর্মান্তিক দুর্দশাগ্রস্ত হয়ে পড়বে। মানবজাতিকে অবশ্যম্ভাবী ধ্বংসের পথ থেকে ফেরানোর আর সময় থাকবে না।  

Comments

Popular posts from this blog

A highly effective way to prevent and defeat coronavirus has been discovered!

মহর্ষি মহামানস-এর আধুনিক সৃষ্টিতত্ত্ব

ধর্ষণ : এক জ্বলন্ত সমস্যা এবং তার সমাধান