আর কতদিন আমরা জেগে ঘুমাবো!

 




আর কতদিন আমরা জেগে ঘুমাবো!

যাকে ধারণ ক'রে, যা অনুশীলন ক'রে যথেষ্ট সুস্থ ও বিকশিত মনের মানুষ হয়ে ওঠা সম্ভব, তা-ই হলো ধর্ম। 

যা আমাদেরকে বিকাশ পথ থেকে বিচ‍্যুত ক'রে, দীনহীন অন্ধবিশ্বাসী স্তাবকে পরিণত ক'রে তোলে তা কখনোই মানুষের ধর্ম হতে পারে না। 

একবারও কি প্রশ্ন জাগেনা মনে? আমাদের ধর্ম যদি শ্রেষ্ঠ ধর্ম-ই হবে, তাহলে সেই ধর্মীয় শিক্ষা এতো দিনেও আমাদেরকে কেন শ্রেষ্ঠ মানবজাতি ক'রে তুলতে পারেনি? কেন আমরা এখনো অজ্ঞানতার অন্ধকারেই পড়ে আছি? কেন আমরা বিদেশি বিধর্মী মানুষের দ্বারা বারবার আক্রান্ত হচ্ছি? কেন পরাধীনতার নির্যাতন নিপীড়ন ভোগ করতে হচ্ছে আমাদের? কেন ভিন্নধর্মীদের জ্ঞান-বিজ্ঞানকে অবলম্বন ক'রে বাঁচতে হয় আমাদের? 

আমরা এতটাই নরাধম হয়ে পড়েছি যে, আমরা প্রশ্ন করতেও ভুলে গেছি। আত্মসমালোচনা আমাদের কাছে পীড়াদায়ক হয়ে উঠেছে! মিথ্যা আত্মসন্তুষ্টি নিয়ে আমরা মোহাচ্ছন্ন হয়ে থাকতেই বেশি পছন্দ করছি এবং ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলাটাই আমাদের পরমগতি বলে ভেবে নিয়েছি। 

আমরা মুখে বলি, "সত্য চাই"। প্রকৃতপক্ষে আমরা সত্য চাইনা। অস্তিত্ব বিপন্ন হওয়ার ভয়ে আমরা সত্যকে এড়িয়ে চলি। কারণ আমাদের অস্তিত্ব যে মিথ্যার ভিতের উপর দাঁড়িয়ে আছে! 


সুসংবাদ! 

যুগসন্ধিক্ষণের এই গভীর সঙ্কটকালে প্রকৃত মানববিকাশ ও বিশ্বশান্তি স্থাপনের উদ্দেশ্যে মুক্তিসূর্য রূপে আবির্ভূত হয়েছে মানুষের প্রকৃত ধর্ম~ মহাধর্ম। 


Comments

Popular posts from this blog

The Fundamental Theory of Everything

A comparative analysis between Dr. Willie Sun's mathematical formula for the existence of a Creator and my creation theory "The Fundamental Theory of Everything" with a conscious universe as the Creator

Our Creator does exist! But it is not a religious God