ধর্ষণ : এক জ্বলন্ত সমস্যা এবং তার সমাধান
ধর্ষণ : এক জ্বলন্ত সমস্যা এবং তার সমাধান ~মহর্ষি মহামানস (সুমেরু রে) অধিকাংশ ক্ষেত্রেই ধর্ষণ সংঘটিত হওয়ার পিছনে প্রধান কারণ হলো~ ধর্ষকামী (অজ্ঞান-অসুস্থ-বিকারগ্রস্ত) ব্যক্তির শরীর ও মনের মধ্যেকার নিয়ন্ত্রণ-অযোগ্য অত্যাধিক কামোত্তেজনা। কোনো সাধারণ শিক্ষা~ আইন বা শাসন-ই এই অস্বাভাবিক কামোত্তেজনাকে নিয়ন্ত্রণ বা দমন করতে সক্ষম নয়। একমাত্র উপযুক্ত চিকিৎসাই পারে এর প্রশমন ঘটাতে। তারপরে প্রয়োজন হয় মনোবিকাশের শিক্ষা। অসুস্থ কামোত্তেজনা এর আপাত কারণ হলেও, এই অসুস্থতার পিছনে রয়েছে আরো অনেক সংঘটক। তাই শুধু কামোত্তেজনার চিকিৎসা করলেই হবেনা, এর পিছনে যেসব উৎপাদক বিষয়গুলো রয়েছে তাদের জন্যেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাহলে, সমস্যা থেকেই যাবে। অসুস্থ অস্বাভাবিক কামোত্তেজনা ঘটানোর জন্য দায়ী মূল কারণগুলো কি কি এবার দেখতে হবে আমাদের। প্রথমেই যেটা উল্লেখযোগ্য তা হলো, বংশগত দোষ বা কারণ। পরবর্তীতে যেসমস্ত আচরণগত দোষ-ত্রুটিগুলো উল্লেখ করেছি, সেগুলোই পূর্বপুরুষদের ক্ষেত্রে ঘটে থাকলে, তার কুফল উত্তর পুরুষের মধ্যে সংক্রামিত হবে, এবং সেই কুফল উত্তর পুরুষদেরও ভোগ করতে হবে। আমাদের অনেক অস...