মহর্ষি মহামানস-এর আধুনিক সৃষ্টিতত্ত্ব
মহাবিশ্ব সৃষ্টিরহস্য উন্মোচন (মহর্ষি মহামানস-এর ‘মহাবাদ’ গ্রন্থ হতে গৃহীত আত্মধ্যান-লব্ধ মহাতত্ত্ব-জ্ঞান কান্ড— বিন্দুতে সিন্ধু দর্শন।) পরমশূন্য! আদি-অন্তবিহীন— নিরাকার প্রকৃত শূন্য! আমাদের জানা মহাশূন্য নয়—। মহাবিশ্ব বা ঐশ্বরীয় এলাকা ছাড়িয়ে— আদিসত্তার অঞ্চল (বা ব্রহ্মাঞ্চল) পেরিয়ে বিদ্যমান যে অনন্ত আকাশ— সেই পরম শূন্য। নিস্তব্ধ—নিস্তরঙ্গ—নির্বিকার— অস্তিত্বহীন এক অস্তিত্ব। শূন্যাস্তিত্ব! অপরিবর্তিত— অবিনাশী—অবিচল সেই শূন্যে— এখানের কোনো সচল বস্তু বা শক্তি প্রবেশ করতে অক্ষম। সেই পরম শূন্যের মাঝে, একটি নির্দিষ্ট সীমা নিয়ে আদিসত্তা— পরমাত্মার অবস্থান। সে এখন* লীলা অবসানে গভীর নিদ্রায় মগ্ন। সেই আদিসত্তার মধ্যেই জন্ম নিয়েছে মহাসৃষ্টি। বহুসংখ্যক মহাবিশ্ব নিয়ে এই মহাসৃষ্টি। তারমধ্যে একটি হলো আমাদের এই মহাবিশ্ব। আদিসত্তা— পরমাত্মা প্রধানত আদিকণা — পরমকণা — আদিশক্তি দিয়ে গঠিত। এছাড়াও তা' আদি বস্তুকণা, অসংখ্য যুগ্মকণা এবং বিকিরণে পরিপূর্ণ। পরমাত্মার অধিক অংশই পরমা্ণু— অতিপরমাণু, আদি শক্তিকণা ও তার বিপরীত কণা দিয়ে গঠিত অসংখ্য যুগ্মকণা এবং নানা বিকিরণে পূর্ণ। এদের সাথে মিলে...